ভারতের উত্তরাখণ্ডে বন্যা-ভূমিধসে শিশুসহ নিহত ৩

|

বন্যা ও ভূমিধসে ভারতের উত্তরাখণ্ডে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) এ খবর জানায় রাজ্যটির প্রশাসন। খবর এনডিটিভির।

উত্তরাখণ্ডের প্রশাসন জানায়, রাজ্যের হরিদ্বারে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে আছে সাত বছরের এক শিশুও। রুরকি এলাকায় ভারী বর্ষণের জেরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ওই শিশুর। অন্যদিকে পানির তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে অজয় কুমার (২৭) ও সাতপলের (৪৭) নামে দুজনেরও।

এ নিয়ে উত্তরাখণ্ডের দুর্যোগ মোকাবেলা দফতরের অতিরিক্ত সচিব সেভিন বনশল জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ভারী বর্ষণের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় পানি জমেছে। বিশেষত, হরিদ্বারের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। হরিদ্বারের ৫১১টি গ্রামে পানি জমে গেছে বলেও জানান তিনি। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

এরই মধ্যে লাকসার, হরিদ্বার, ভগবানপুর, রুরকির গ্রামগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। হরিদ্বারে প্লাবিত এলাকাগুলোতে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply