সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর মধ্যে সংলাপ চায় জাতীয় পার্টি। সরকারকেই এর উদ্যোগ নেয়ার আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে ইইউ’র প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। চুন্নু জানান, নির্বাচনকালীন সরকার নিয়ে ইইউ প্রতিনিধি দলের সাথে কোনো আলোচনা হয়নি। তবে জাতীয় পার্টি দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে প্রতিনিধি দলকে। বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাসরুর মাওলা।
জাতীয় পার্টির পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে বৈঠক করছে ইইউ’র প্রতিনিধি দল। ঢাকা সফরের পর প্রতিনিধি দলটি যে প্রতিবেদন দেবে, তার ওপর ভিত্তি করেই আগামী নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
এটিএম/
Leave a reply