শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হচ্ছেন ক্রিকেটার সাব্বির রহমান। অন্যদিকে, স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকত বিসিবি থেকে কঠোর সতর্কবার্তা পেয়েছেন।
সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্রিকেটার সাব্বির-নাসির ও মোসাদ্দেক হোসেন সৈকতকে তলব করে বিসিবি। শনিবার শৃঙ্খলা কমিটি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বিরকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করে। আর মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্কবার্তা দেয়।
সাব্বিরের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। নিয়ম ভঙ্গ করে টিম হোটেলে নারী নিয়ে আসা, দর্শক পেটানো এবং সোশ্যাল মিডিয়ায় ভক্ত-সমর্থকদের সাথে বাজে আচরণের মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এর আগেও তিনি শাস্তি পেয়েছেন। বিসিবির চুক্তি থেকে বাদ পড়েছেন। তবুও যেন গা ছাড়া ভাব সাব্বিরের। সম্প্রতি, ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে দেশটির টেনিস তারকা সানিয়া মির্জাকেও উত্ত্যক্ত করার চেষ্টা করেছিলেন সাব্বির!
অন্যদিকে, মোসাদ্দেকের বিরুদ্ধে সম্প্রতি নির্যাতন ও যৌতুক চাওয়ার আভিযোগ তুলেছেন তার স্ত্রী সামিয়া শারমিন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply