সিরিজ জিততে মাঠে নামছে বাংলাদেশ, হতে পারে দু’টি পরিবর্তন

|

ছবি: এএফপি

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে আজ (১৬ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ। ২ ম্যাচের এ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সিলেটে, বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৬টায়।

লেগ স্পিনার রিশাদ হোসেনকে আজ একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদের জায়গায়। প্রথম ম্যাচে খেলা মোস্তাফিজুর রহমানের পরিবর্তে হাসান মাহমুদকে সুযোগ দেয়া হতে পারে। আজকের ম্যাচটি হবে এ বছর বাংলাদেশ দলের সর্বশেষ টি-টোয়েন্টি।

টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে কখনোই সিরিজ জয় করতে পারেনি। বরং, ধবল ধোলাইয়ের শিকারও হয়েছে একবার। আজ প্রথমবারের মতো সিরিজ জয় এবং হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণের হাতছানি নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলা বাংলাদেশের সামনে।

সিরিজে পিছিয়ে থাকা আফগানরাও ছেড়ে কথা বলবে না। গত বছর বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে মুজিব-রশিদরা ১-০’তে পিছিয়ে থেকেও শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা এনেছিল। আজও নিশ্চয়ই তারা মরণ কামড় দিতে সংকল্পবদ্ধ থাকবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৪ জুলাই) প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল সহজ জয় কঠিন করে। শেষ ওভারে করিম জানাতের হ্যাট্রিক সত্ত্বেও হৃদয়-শরীফুলরা ২ উইকেটের জয় এনে দিয়েছিল। টি-টোয়েন্টিতে দুই দলের দশবারের দেখায় রশিদ বাহিনীর জয় ৬টি এবং সাকিবের দল জিতেছে ৪টিতে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply