তাসকিনের জোড়া আঘাতে পাওয়ারপ্লেতে দারুণ শুরু টাইগারদের

|

ছবি: সংগৃহীত

জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে নিশ্চিত হবে টি-টোয়েন্টি সিরিজ জয়। এমন সমীকরণের ম্যাচে আগে বোলিং করতে নেমে শুরুতেই দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। পাওয়ারপ্লের মধ্যেই রশিদ খানের দলের দুই উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদরা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের নেয়া সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি টাইগার বোলাররা। ইনিংসের প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসে তৃতীয় ওভারে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকেও আউট করেছেন বাংলাদেশ দলের স্পিডস্টার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ দশমিক ২ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৯ রান। ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবি দুজনে অপরাজিত আছেন সমান ১১ রান করে।

এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে রশিদ খানের দলকে হারাতে পারলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে দলটির বিপক্ষে সিরিজ জিতবে সাকিব আল হাসানের দল। এছাড়াও ২০২১ সালের পর টি-টোয়েন্টিতে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড গড়বে টাইগাররা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply