ঢাকা-১৭ উপনির্বাচন: ভোটের পরিবেশ নিয়ে জাপা প্রার্থীর সন্তুষ্টি প্রকাশ

|

জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান। ভোটার উপস্থিতি কম হওয়ায় সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানান তিনি।

সোমবার (১৭ জুলাই) সকালে শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। জানান, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম। এ সময় তিনি ভোটে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে জানান, ফলাফল যাই হোক মেনে নেবেন।

সিকদার আনিসুর রহমান বলেন, ভোটার উপস্থিতি ধীরে বাড়ছে, এটা সঠিক। নির্বাচনের পরিবেশ ভালো, প্রস্তুতি ভালো। আমি আহ্বান করেছি জনগণকে এর আগেও, আজকেও বলবো, আপনাদের ভোটাধিকারটি প্রয়োগ করুন। অবশ্যই প্রয়োগ করুন।

আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত গুলশান মডেল স্কুলে ভোট দেবেন বলে জানা গিয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply