ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয় পেলেন নৌকার প্রার্থী আরাফাত

|

ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হয় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিকেল ৩টায় বনানী বিদ্যায়তন ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হন একতারা প্রতীকের প্রার্থী মো. আশরাফুল ইসলাম। পরে তাকে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় পর ওই হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে মো. আশরাফুল আলমের পক্ষ থেকে উপনির্বাচন বর্জনের ঘোষণা দেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ইলিয়াস হোসেন।

প্রসঙ্গত, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষিত হয়। এ আসনের মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

এসএইচ/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply