কাঁচা মাছ ও বৃষ্টির পানি খেয়েই বেঁচে ছিলেন নিখোঁজ সেই নাবিক

|

প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে থাকার পর চলতি সপ্তাহে এক অস্ট্রেলিয়ান নাবিক ও তার পোষা কুকুরকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরের মাঝখানে এতোদিন কাঁচা মাছ ও বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন তিনি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে সমুদ্র যাত্রায় বের হন সিডনির বাসিন্দা টিম শ্যাডক। সাথে ছিল তার পোষা কুকুরও। ৫১ বছর বয়সী ওই নাবিক মেক্সিকোর লা পাজ শহর থেকে যন্ত্রচালিত নৌকায় যাত্রা শুরু করেন। তার গন্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের ফ্রেঞ্চ পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ।

ছয় হাজার কিলোমিটারের বেশি দূরত্বের এ সমুদ্রযাত্রা শুরুর কয়েক সপ্তাহ পরই প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েন শ্যাডক। এতে নৌকাটির যন্ত্র বিকল হয়ে তিনি আটকা পড়েন উত্তর প্রশান্ত মহাসাগরে। সম্প্রতি একটি হেলিকপ্টার তাকে শনাক্ত করার পর উদ্ধার করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply