রাশিয়াকে ছাড়াই শস্য চুক্তি অব্যাহত রাখা উচিত: জেলেনস্কি

|

বৈশ্বিক খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখতে শস্য চুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এক বিবৃতিতে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে রাশিয়াকে ছাড়াই এই চুক্তি অব্যাহত রাখা উচিত বিশ্ব শক্তিগুলোর। খবর আল জাজিরার।

বিবৃতিতে জেলেনস্কি আরও বলেন, স্থিতিশীলতার অধিকার সবারই আছে। আফ্রিকার যেমন এই অধিকার আছে, তেমনি এশিয়া এবং ইউরোপেরও আছে। শস্য চুক্তি অবশ্যই অব্যাহত রাখা উচিত। প্রয়োজনে রাশিয়াকে ছাড়াই এই চুক্তি অব্যাহত রাখা উচিত।

এর আগে, শস্য চুক্তি বাতিল করে রাশিয়াকে ‘হাঙ্গার গেইম’ না খেলার আহ্বান জানায় জাতিসংঘ। সোমবার (১৭ জুলাই) নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার চুক্তি বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়।

রাশিয়ার এ সিদ্ধান্তে এশিয়া ও আফ্রিকার দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের এ সভায়। সেখানে বলা হয়, রাশিয়ার এমন পদক্ষেপে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের মূল্য বাড়বে। এতে আবারও বিশ্বের বিভিন্ন দেশে চরম খাদ্য সংকট দেখা দিতে পারে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply