কলম্বিয়ায় নদী ভাঙন ও ভূমিধসে শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু

|

কলম্বিয়ায় নদী ভাঙন ও ভয়াবহ ভূমিধসে শিশুসহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও বেশ কয়েকজন। খবর রয়টার্সের।

রাজধানী বোগেতার দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়, দশ ও বার বছর বয়সী তিন শিশু রয়েছে। কোয়েটেমে শহরতলীতে নদী ভাঙনের কবলে পড়ে বিশাল এলাকা। পুরোপুরি ভেঙে পড়েছে একটি সেতু।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশের সাথে রাজধানীর যোগাযোগের প্রধান সড়কটিও বিধ্বস্ত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারানজাল। অঞ্চলটিতে কমপক্ষে ২০টি বাড়ি ভেঙে নদীতে ভেসে গেছে। গেলো কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে কলম্বিয়ার বেশিরভাগ নদীতে পানির উচ্চতা ছাড়িয়েছে বিপৎসীমা। দুর্যোগে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply