স্প্যানিশ মিডফিল্ডার ওরিওল রোমেউকে দলে নিয়েছে বার্সেলোনা। ৩১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে বুসকেটসের বিকল্প হিসেবে দলে নিলো বার্সা।
২০১০ সালে বার্সেলোনার হয়ে অভিষেক হয়ছিল ওরিওল রোমেউয়ের। কিন্তু পরের বছরই এই মিডফিল্ডারকে ছেড়ে দেয় কাতালান জায়ান্টরা। এরপর চেলসি, ভ্যালেন্সিয়া, স্টুটগার্ড, সাউদাম্পটন এবং সবশেষ জিরোনার হয়ে খেলেছেন এই ৩১ বছর বয়সী মিডফিল্ডার।
রোমেউকে দলে পেতে কতটা ব্যয় হয়েছে, আনুষ্ঠানিক বিবিৃতিতে তা জানা যায়নি। তবে স্প্যানিশ মিডিয়া বলছে, ৮০ লাখ ইউরো খরচ হয়েছে বার্সেলোনার।
/এমএন
Leave a reply