হিরো আলমের ওপর হামলা: ‘রাষ্ট্রদূতদের বিবৃতিতে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে’

|

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন এমপি প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলায় বিভিন্ন দেশ ও জোটের ১৩ জন রাষ্ট্রদূত যেভাবে বিবৃতি দিয়েছেন, তাতে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন হয়েছে; এ কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আরও বলেন, কিছু রাজনৈতিক দল ও সুশীল সমাজ তাদের প্রলুব্ধ করছে। রাষ্ট্রদূতদের যারা প্রভাবিত করে, তারা-ই এ ক্ষেত্রে দায়ী।

রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করেছে উল্লেখ করে তাদের ভিয়েনা কনভেনশন মেনে চলার আহ্বান জানান হাছান মাহমুদ। বললেন, ভারতে বা পাকিস্তানে কোনো সহিংসতা হলে তো তাদের বিবৃতি দিতে দেখা যায় না।

তথ্যমন্ত্রী আরও বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যে এটি স্পষ্ট, তারা সহিংসতার রাজনীতি করতে চায়। তারা যা শুরুও করেছে। তবে সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply