কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় সাপে কাটার পর নিজেই বিষাক্ত রাসেল ভাইপার সাপ মেরে হাসপাতালে ছুটে আসেন জাহিদুল ইসলাম রাজা (৫৫) নামে এক ব্যবসায়ী। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষধর এ সাপটি বাংলাদেশে ‘চন্দ্রবোড়া’ বা ‘উলুবোড়া’ নামে পরিচিত।
মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে শখের বশে মাছ ধরতে গিয়ে এক পর্যায়ে নদের পাশে বালুচরে অস্থায়ী টং ঘরে ঘুমিয়ে পড়েন জাহিদুল। হঠাৎ তার ডান পায়ে কিছু একটা কামড় বসায়। টর্চ জ্বেলে তিনি ছোট্ট একটি কালো রঙের সাপ দেখতে পান। সাপটিকে মেরে ব্যাগে ভরে সোজা ছুটে আসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার তাপস সরকার জানান, তার শরীরে এন্টি ভেনম দেয়া হয়েছে। এই সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে।
পরিবেশ কর্মী শাহাবুদ্দিন মিলন জানান, গত কয়েক বছর ধরে কুষ্টিয়ায় গড়াই নদ সংলগ্ন এলাকায় বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রপ বেড়েছে। বন্যার সময় এই সাপের উপদ্রপ বেশি হয় বলে তিনি এ সময় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেন।
/এএম
Leave a reply