নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর আলোকবালীতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
পুলিশ জানায়, বুধবার (১৯ জুলাই) জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নেয়ায় কয়েকজনকে মারধর করে বিএনপি কর্মীরা। এ ঘটনার জেরে বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় যুবলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে খোদাদিলা এলাকায় সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানায়, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি হাসান আলী ও একই ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাদের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে।
আহতরা হলেন হালিম মিয়া, হারুন মিয়া, মাসুদ রানা, আল আমিন, নাহিদ সরকার, সাকিব সরকার ও শফিউল্লাহ।
এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নাজমুল ইসলাম (২০) ও আল আমিন (৩০)।
/এএম
Leave a reply