কোলকাতায় মৈত্রী কনসার্ট মাতাতে যাচ্ছে মেঘদল

|

ছবি: ফেসবুক

আগামী ২২ ও ২৩ জুলাই কোলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মৈত্রী কনসার্ট। এ কনসার্টে ‘হেডলাইন ব্যান্ড’ হিসেবে পারফর্ম করবে ঢাকার দুটি জনপ্রিয় ব্যান্ড– মেঘদল ও আফটারম্যাথ। তাদের সঙ্গে থাকছে এ কে রাহুল।

প্রতি বছর ঢাকা ও কোলকাতার রক ব্যান্ড নিয়ে এ কনসার্টের আয়োজন করছে জেন নেক্সট। কোলকাতার রবীন্দ্রভবনে এবার বসছে পঞ্চম আসর। এই কনসার্টে ভারতের ‘মিসিং লিঙ্ক’, ‘কালপুরুষ’, ‘ব্লাড’সহ আরও কয়েকটি ব্যান্ড অংশ গ্রহণ করবে।

গত বছরের আসরে আফটারম্যাথের অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তা হয়নি। এ বছর তাদের সঙ্গে যুক্ত হয়েছে মেঘদল ও এ কে রাহুল।

প্রসঙ্গত, আফটারম্যাথের যাত্রা শুরু হয় ২০০৭ সালে। ১৬ বছরের ক্যারিয়ারে এই রক ব্যান্ড ‘রেডিও এবিসি বেস্ট ক্যাম্পাস ব্যান্ড’, ‘বিবিএমএফসি বেস্ট অ্যালবাম ২০২১’সহ অনেক অ্যাওয়ার্ড পেয়েছে।

মেঘদল ঢাকার জনপ্রিয় ব্যান্ড। হাওয়া সিনেমায় তাদের করা ‘এ হাওয়া’ গানটি কলকাতায় ব্যাপক আলোচিত হয়েছে। সম্প্রতি কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে ‘বনবিবি’ গান করে প্রশংসিত হয়েছে তারা। ব্যান্ড অঙ্গনে এ কে রাহুলেরও পরিচিতি রয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply