ওডেসায় রুশ হামলা; চীনের কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

|

ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রুশ হামলায় প্রাণ গেলো কমপক্ষে ৩ জনের। বৃহস্পতিবারের (২০ জুলাই) এই অভিযানে আরও ২০ বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। খবর রয়টার্সের।

প্রাদেশিক গর্ভনর ওলেহ্ কিপার জানান, হামলায় চীনের কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ভবনটির জানালার কাঁচ, দরজা ও অবকাঠামো। অবশ্য, পুতিনের অন্যতম মিত্র বেইজিং এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি করেছেন, কৃষ্ণ সাগরীয় বন্দর থেকে চীনের উদ্দেশে যাচ্ছিল ৬০ হাজার টন শস্য। যা রুশ হামলায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

কিয়েভের বিবৃতি অনুসারে, রাতভর ১৯টি মিসাইল ও ১৯টি ড্রোন ছোড়ে দখলদার বাহিনী। যার মাঝে পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং ১৩টি ইরানি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে। একদিন আগেই বন্দর নগরী মাইকোলাইভে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় রুশবহর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply