চলতি মাসেই ডেঙ্গুতে প্রাণ গেলো ১০৮ জনের

|

ফাইল ছবি।

চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫৫। যার মধ্যে ১০৮ জনই মারা গেছে এ মাসে। আর দেশে প্রতিদিন গড়ে ৭’শর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। রাজধানীতে সরকারি-বেসরকারি ৫৩ হাসপাতালে চলছে চিকিৎসা। বড় হাসপাতালগুলো রোগীতে ঠাসা।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার রোগী। শুধু জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮১৪ জন। সরকারি এই হিসেবের চেয়ে বাস্তবে রোগীর সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, এ বছরের পরিস্থিতি আলাদা। জ্বর চলে যাওয়ার পরও ঝুঁকি থেকে যায়। হঠাৎ করেই রোগীদের রক্তে প্লাটিলেট কাউন্টও নেমে যায় কয়েক হাজারে। তাই ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বেশি করে তরল জাতীয় খাদ্য গ্রহণের পরামর্শ চিকিৎসকদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply