দুই সিটির অদক্ষতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়নি: তাবিথ

|

দুই সিটি করপোরেশনের অদক্ষতার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার; এমন দাবি করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

শুক্রবার (২১ জুলাই) রাজধানীর নয়াপল্টনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। অভিযোগ করেন, প্রশাসন শুধুমাত্র সাধারণ মানুষের বাসায় জোরপূর্বক ঢুকে জরিমানা করছে। অথচ সরকারি স্থাপনার অনেক ভবন ডেঙ্গুর আতুড়ঘরে পরিণত হলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না। এছাড়াও অনেক বড় বড় কারখানার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়া হয় না।
তাবিথ আউয়াল বলেন, এভাবে চলতে থাকলে হাসপাতালে বেড, ওষুধ, চিকিৎসা কিছুই পাওয়া যাবে না।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসরাক হোসেন বলেন, বিনা ভোটে অবৈধভাবে মেয়র পদ দখল করেছে বলেই নগরের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না তারা। মেয়রের দায়িত্ব ও ভূমিকার গুরুত্বও তারা বুঝে না৷ স্বৈরাচার আচরণ করা হচ্ছে দুই সিটিতে। বিশেষজ্ঞের মতামত তারা গ্রহণ করছে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply