পিছিয়ে পড়া দেশগুলোর জন্য টেকসই অর্থনৈতিক কাঠামো ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের পাশাপাশি দ্রুততম সময়ে পিছিয়ে পড়া দেশগুলোর জন্য একটি টেকসই অর্থনৈতিক কাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এই যুদ্ধর কারণে আগামীতে আরও ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২১ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ-জিসিআরজির ভার্চুয়াল সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে বিভিন্ন দেশের সরকার প্রধান এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন।

এতে জিসিআরজি চ্যাম্পিয়ন হিসেবে যোগ দিয়ে যুদ্ধ বন্ধে ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। এ যুদ্ধে নিত্য নতুন মারণাস্ত্রের ব্যবহার মানবতার জন্য চরম বিপর্যয় ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই রক্তক্ষয়ী বিপর্যয়ের সঙ্গে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মানুষকে গভীর সঙ্কটে ফেলেছে। আর এর বড় ভুক্তভোগী হয়েছে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply