ইউক্রেনের ফ্রন্টলাইনে প্রাণ হারালেন রুশ সাংবাদিক

|

ইউক্রেনের ফ্রন্টলাইনে প্রাণ গেলো রাশিয়ার এক সাংবাদিকের। এতে গুরুতর আহত আরও তিন সংবাদকর্মী। শনিবার (২২ জুকাই) জাপোরিঝিয়ায় হয় এ ঘটনা। খবর রয়টার্সের।

রাশিয়ার আর-ই-এ নিউজ এজেন্সির যুদ্ধ বিষয়ক সংবাদদাতা ছিলেন নিহত রোস্তিস্লাভ ঝুরাভ্লেভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে তীব্র লড়াইয়ের সময়, ইউক্রেনীয় বাহিনীর ছোঁড়া গোলার আঘাতে হয় হতাহতের ঘটনা। আহতদের জখম মারাত্মক হলেও জীবনের ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। সাংবাদিক হত্যার ঘটনাকে পূর্বপরিকল্পিত ও ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে মস্কো।

এ ঘটনার পেছনে পশ্চিমাদের হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে মস্কোর পক্ষ থেকে। জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি বলেন, সব ধরনের নৈতিক সীমারেখা পেরিয়ে গেছে সাংবাদিকদের ওপর হামলার এই ঘটনা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply