বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজ গ্রামবাসীকে রক্ষায় দশ বছরে প্রায় ৫২ হাজার তালগাছের চারা রোপণ করেছেন ঠাকুরগাঁওয়ের খোরশেদ আলী। সত্তোরর্ধ্ব বয়সেও প্রতিদিন গাছগুলোর পরিচর্যা করেন তিনি। এলাকায় পরিচিতি পেয়েছেন তালগাছ পাগল ডাক্তার নামে।
সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী। প্রতিদিন সকালেই নিয়মমাফিক রোপণ করা তালগাছের পরিচর্যা করেন তিনি। একটানা দুপুর পর্যন্ত চলে গাছ পরিচর্যা। বজ্রপাত প্রবণ এলাকায় তার এই তালগাছ রোপণে খুশি এলাকাবাসী।
আগে ফল গাছের চারা রোপণ করলেও তা গরু-ছাগল খেয়ে ফেলতো। সেজন্য ২০১৩ সাল থেকে তালগাছ রোপণ শুরু করে খোরশেদ আলী। পরিবেশে অক্সিজেনের চাহিদা মেটানোর পাশাপাশি বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে গ্রামবাসীকে রক্ষায় তার এই উদ্যোগ।
গাছ রোপণের জন্য নিজের পাঁচ বিঘা আবাদি জমিও বিক্রি করেছেন খোরশেদ আলী। তার রোপণ করা গাছ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩২০ জনের মৃত্যু হয়।
এটিএম/
Leave a reply