পানশালা থেকে বের করে দেয়ায় ককটেল নিক্ষেপ, আগুনে পুড়ে মৃত্যু ১১

|

পানশালা থেকে বের করে দেয়ায় ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি বিস্ফোরক ছুড়ে মারলো ভবনে। আগুন ধরে গিয়ে মৃত্যু হলো ১১ জনের। দগ্ধ হয়েছেন আরও ৪ জন। খবর রয়টার্সের।

এমন ঘটনা ঘটেছে মেক্সিকোর সান লুই রিও কোলোরাডোয়। যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলটির ওই পানশালায় গিয়ে রীতিমত তুলকালাম শুরু করে অভিযুক্ত হামলাকারী। সে বেশ কিছুক্ষণ ধরেই উত্যক্ত করছিল এক নারীকে। একপর্যায়ে তাকে বের করে দেয় বার কর্তৃপক্ষ। ওই সময়েও গালাগাল করতে থাকে সে। পরে ছুড়ে মারে ককটেল। মুহূর্তেই আগুন ধরে যায় ভবনটিতে। এরপর পালিয়ে যায় হামলাকারী।

সন্দেহভাজনের অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। চলছে অনুসন্ধান। তাৎক্ষণিক ক্ষোভের বশে হামলা নাকি কোনো চক্রের পরিকল্পিত অপরাধ খতিয়ে দেখা হচ্ছে তাও। মাদক চোরাচালান ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায়ই বিভিন্ন গ্যাংয়ের মধ্যে বড় ধরণের সংঘর্ষ, হামলার ঘটনা হয় মেক্সিকোয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply