ক্রাইমিয়ার গোলাবারুদের গুদামে ইউক্রেনের ড্রোন হামলা

|

ক্রাইমিয়ায় একটি গোলাবারুদের গুদামে ড্রোন হামলার চালিয়েছে ইউক্রেন। নিরাপত্তার স্বার্থে সাময়িক সময়ের জন্য ক্রাইমিয়া সেতু বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

শনিবার (২২ জুলাই) এমন দাবি করেছে রাশিয়া। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্রাইমিয়ায় নিযুক্ত রুশপন্থি গভর্নর সের্গেই আকসিওনোভ জানিয়েছেন, জ্বালানি ডিপোতে বিস্ফোরণের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেয়া হচ্ছে। কের্চ সেতুতে রেল চলাচল বন্ধ রয়েছে।

পাঁচ দিন আগে চালকবিহীন নৌযান ব্যবহার করে কার্চ সেতুতে হামলা হয়। হামলায় এক দম্পতি নিহত হন। আহত হয় তাঁদের শিশুসন্তান। রাশিয়ার তখন বলেছিল, ইউক্রেন এ হামলা করছে। তবে হামলার ঘটনাকে স্বাগত জানালেও সরাসরি এর দায় স্বীকার করেনি কিয়েভ।

এদিকে গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কার্চ সেতু ইউক্রেনের একটি লক্ষ্যবস্তু। আইনত এতে কোনো বাধা নেই। তিনি বলেন, এই সেতু দিয়েই প্রতিদিন যুদ্ধের জন্য অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে রাশিয়া। এই সেতু যুদ্ধের জন্য রসদ জোগান দিচ্ছে, কোনো শান্তি বয়ে আনছে না। ফলে এটা যে ইউক্রেনের একটি লক্ষ্যবস্তু হবে তা অনুমেয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply