ইসরায়েলি পার্লামেন্টে আগামীকাল বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের ওপর ভোটাভুটি। সেটি ঠেকাতে শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানী তেল আবিবসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় বিক্ষোভে নামেন দেড় লাখের মতো মানুষ। খবর আল জাজিরার।
বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের বিরুেদ্ধ টানা ৭ মাস ধরে চলছে আন্দোলন। ইসরায়েলিদের অভিযোগ, সংস্কারের নামে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে সরকার। বিক্ষোভে যোগ দিয়েছেন রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীর সদস্যরাও। প্রশাসনিক এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে, শনিবার দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেন ১০ হাজার রিজার্ভ স্বেচ্ছাসেবী। ‘ব্রাদার্স ইন আমর্স’ দলটির পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়।
এর আগে, চলতি মাসেই বলপ্রয়োগের মাধ্যমে বিক্ষোভ দমনের নির্দেশ মানতে রাজি না হওয়ায় অপসারণ করা হয় তেল আবিব পুলিশ প্রধানকে। বিতর্কিত বিলটি পাসের জন্য ৩টি বিশেষ অধিবেশন রেখেছে সরকার। বিক্ষোভকারীদের আশঙ্কা, দ্বিতীয় অধিবেশনেই গৃহীত হতে পারে বিলটি। ফলে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমবে। আর এতে প্রতিষ্ঠিত হতে পারে সরকারের স্বেচ্ছাচারিতা।
এসজেড/
Leave a reply