অস্ত্রোপচার সফল, শিগগিরই কাজে ফিরতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী

|

সফলভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হার্টে স্থাপন করা হলো ‘পেসমেকার’। রোববার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে শেবা মেডিকেল সেন্টারের চিকিৎসক দল। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যায় রয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে ২৪ ঘণ্টা রয়েছেন আইন ও বিচার মন্ত্রী ইয়ারিভ লেভিন। খবর সিএনএন এর।

অস্ত্রোপচারের আগে, দেশবাসীর উদ্দেশে নেতানিয়াহু এক ভিডিও বার্তা দেন। সেখানে তিনি জানান, সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি কাজে ফিরবেন। এমনকি বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের ওপর ভোট দেয়ার আশাও প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই রাতে ভয়াবহ পানিশূন্যতা এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে ইহুদি প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় তিনি সমুদ্রতটে অবকাশ যাপনে ছিলেন। চিকিৎসকদের ধারণা, তীব্র দাবদাহের কারণে অসুস্থ হয়ে পড়েছেন ৭৩ বছরের নেতানিয়াহু।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply