একই দিন সমাবেশ ডেকে যুবলীগ সংঘাতের উসকানি দিচ্ছে: ফখরুল

|

তারিখ পরিবর্তন করে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপির সমাবেশের দিন যুবলীগ সমাবেশ ডেকে সংঘাতমূলক পরিস্থিতি তৈরি করতে চায়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলের চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত অনশন কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশকে স্থায়ীভাবে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। ভয়াবহ সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত থাকতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, বিএনপিসহ সমমনা ৩৬টি দল একদফা দাবিতে বৃহস্পতিবার মহাসমাবেশ করবে। এই মহাসমাবেশ হঠাৎ করে আসেনি। গত ১৪-১৫ বছর ধরে সব দল এ দাবি নিয়ে কথা বলছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাষা সন্ত্রাসীদের মতো। জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে চায়।

মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে ক্ষমতা নিরুঙ্কুশ করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ। সাংবিধান লঙ্ঘন করেছে, তাই এই সরকার অবৈধ।

প্রসঙ্গত, বাংলাদেশ যুবলীগ ২৪ জুলাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল গত শনিবার। পরে তারিখ পরিবর্তন করে। বিএনপির সমাবেশের দিন আগামী ২৭ জুলাই একইস্থানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমাবেশ করবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply