মুন্সিগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রাণ গেল ব্যবসায়ীর, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রতিপক্ষরে ছুরিকাঘাতে ফজল হক দেওয়ান (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে মৃত্যুর খবর পেয়ে বিকেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত মোশাররফের বাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় বিভিন্ন সময়ে মাদক ব্যবসায় জড়িত ছিল মোশাররফ। সোমবার দুপুরে স্থানীয় ফজল হকের বোন জামাই সিরাজুল ইসলামের দোকানে গিয়ে চাঁদা দাবি করে সে। এ সময় প্রতিবাদ করায় ফজল ও মোশাররফের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে মোশাররফের সঙ্গে থাকা ধারালো ছুরি বের করে ফজল হকের পেটে ঢুকিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফজলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। পরে বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফজলের।

এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয় ক্ষুব্ধ জনতা মোশাররফের বাড়িতে ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তবে এ সময় পালিয়ে যায় মোশাররফ। পরে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহতের বোন মাহমুদা জানান, গত কয়েকদিন ধরেই মোশাররফ চাঁদা দাবি করছিল। তার ভাই প্রতিবাদ করায় হত্যা করেছে। এ সময় অভিযুক্ত মোশাররফের বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, ছুরিকাঘাতের ঘটনায় দুপুরের দিকে মারামারির মামলা হয়েছে। এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। ফজল হত্যায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply