টাইগার পেসার তাসকিন আহমেদের পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়। এলপিএলের দল জাফনা কিংস থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে।
জাফনা কিংসের হয়ে প্রস্তাব পাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইতোমধ্যে জানিয়েছেন তাওহিদ হৃদয়। আর টুর্নামেন্টে অংশ নিতে এরইমধ্যে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে পুরো টুর্নামেন্ট নয় বরং মাত্র ৩ থেকে ৪ ম্যাচের জন্য অনাপত্তিপত্র পাবেন তিনি। মূলত পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের অনুপস্থিতিতে খেলবেন হৃদয়।
বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কারণে এলপিএলের শুরুর কয়েকটি ম্যাচে অংশ নিতে পারবেন না তিনি। তাই তার পরিবর্তে হৃদয়কে আমন্ত্রণ জানিয়েছে জাফনা কিংস। সবশেষ বিপিএল ও জাতীয় দলের হয়ে উড়ন্ত ফর্মে আছেন তাওহিদ হৃদয়।
জাতীয় দলে অভিষেকের পর থেকেই আস্হার প্রতিদান দিয়ে যাচ্ছেন হৃদয়। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের ৭ ইনিংসে ১৩৫.৬৫ স্ট্রাইকরেটে ব্যাট করে রান করেছেন ১৫৬। এছাড়াও ওয়ানডেতেও অভিষেকের পর থেকেই দারুণ সময় কাটাচ্ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। ওয়ানডেতে ৯ ম্যাচের ৮ ইনিংসে ব্যাট করে ৩ ফিফটিতে ৪৮.২৮ গড়ে রান করেছেন ৩৩৮।
/আরআইএম
Leave a reply