গ্রেটা থুনবার্গকে জরিমানা

|

সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। ছবি: সংগৃহীত

বিক্ষোভ-সমাবেশে পুলিশকে অবজ্ঞা করায় গত মাসে অভিযুক্ত হন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সোমবার (২৩ জুলাই) এ ঘটনায় তাকে জরিমানা করা হয়েছে। খবর সিএনএন’র।

চার্জশিট অনুসারে ট্রাফিক পুলিশকে অমান্য করে তিনি স্থান ত্যাগ করেছিলেন। যদিও এ অভিযোগকে অস্বীকৃতি জানিয়েছিলেন থুনবার্গ। বলেছিলেন, তিনি জলবায়ু সংকটের প্রয়োজনে একটি কাজে যাচ্ছিলেন।

মামলায় ২০ বছর বয়সি গ্রেটা বেলা ১১টার পরে দক্ষিণ সুইডিশ শহরের মালমোর আদালতে হাজির হন। আদালত এ ঘটনায় তাকে দায়ী করেন এবং সুইডিশ তহবিলে ১,৫০০ ক্রোনার (১৪৪ ডলার) জরিমানা করেন। এছাড়াও অতিরিক্ত ১,০০০ ক্রোনার প্রদানের জন্যও তাকে নির্দেশ দেয়া হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply