মেসির কাঁধেই উঠলো মায়ামির অধিনায়কত্ব

|

মেসির গোলে ২ মাসের খরা কাটিয়ে জয় পেল ইন্টার মায়ামি। ছবি: রয়টার্স

ইন্টার মায়ামি কোচ বলেছেন, মেসিই ইন্টার মায়ামির নতুন অধিনায়ক এবং আগামীতেও দায়িত্বটা তার কাঁধেই থাকবে। খবর রয়টার্সের।

সোমবার (২৪ জুলাই) মেসির দলের কোচ টাটা মার্টিনো সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন। বিশ্বকাপজয়ী লিওনেল মেসিই ইন্টার মায়ামির নতুন অধিনায়ক।

বাংলাদেশ সময় গত শনিবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে গিয়ে অভিষেক রাঙালেন বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার শেষ মুহূর্তের দারুণ গোলে লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মায়ামি।

ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচে বদলি নেমে আর্মব্যান্ড পরেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাবটির সাবেক অধিনায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগর পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন ছিল, পরবর্তী ম্যাচ থেকে গোলাপি জার্সির নেতৃত্বে মেসিই থাকছেন কিনা? মায়ামি কোচ টাটা মার্তিনোর উত্তর, হ্যাঁ, গত ম্যাচে আর্মব্যান্ড পরার মুহূর্ত থেকেই অধিনায়ক হয়ে গেছেন মেসি। সামনেও দায়িত্বটা থাকবে তার কাঁধেই।

মেসিকে পেয়ে নতুন শুরুর স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি। লিওর হাত ধরে ১১ ম্যাচ ও ২ মাসের খরা কাটিয়ে জয়ের পথেও ফিরেছে মেজর সকার লিগের দলটি। এখন তাদের সামনে এগিয়ে যাওয়ার পালা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply