বৈশ্বিক অর্থনীতি নিয়ে সুখবর দিলো আইএমএফ

|

বৈশ্বিক অর্থনীতি নিয়ে সুখবর দিলো আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। তিন মাসের ব্যবধানে সংস্থাটির পূর্বাভাসে বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধির হার কিছুটা বাড়বে। মূল্যস্ফীতির হারও কমতে শুরু করেছে। বাংলাদেশের প্রবৃদ্ধির হার সাড়ে ৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট, জুলাই’ ২০২৩’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি আইএমএফের সদর দফতর ওয়াশিংটন থেকে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দশমিক ২ শতাংশ বেড়ে ৩ শতাংশ হবে। গত এপ্রিলে সংস্থাটি বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল। বৈশ্বিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশার চেয়ে বেশি গতিশীল হওয়ায় তারা প্রবৃদ্ধির হার সামান্য বাড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে বৈশ্বিকভাবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে লাগাম টানা হয়েছে। এর প্রভাবে মানুষের জীবনযাত্রার খরচ কিছুটা কমবে। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply