কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে খেলার নজির গড়লেন কেসি ফেয়ার

|

ছবি: সংগৃহীত

নারী ফুটবল বিশ্বকাপে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে খেলার নজির গড়েছেন কেসি ফেয়ার। মঙ্গলবার (২৫ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে মাত্র ১৬ বছর ২৬ দিন বয়সে বদলি হিসেবে খেলতে নেমে এই কীর্তি গড়েন দক্ষিণ কোরিয়ার এই স্ট্রাইকার।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়া বনাম কলম্বিয়ার ম্যাচের ৭৮ মিনিটের সময় বদলি হিসেবে মাঠে নামেন মার্কিন বংশোদ্ভূত এই কিশোরী। ম্যাচে অবশ্য ২-০ গোলে হেরে গিয়েছে দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার আগে দক্ষিণ কোরিয়ার অনূর্ধ্ব ১৭ নারী দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছেন ফেয়ার।

২০২৪ সালের এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের দু’টি ম্যাচে পাঁচটি গোল রয়েছে ষোড়শী ফুটবলারের। সেই প্রতিযোগিতায় সাফল্যের সুবাদে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন প্রতিভাবান এই স্ট্রাইকার। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে ১৬ বছর ৩৪ দিন বয়সে নাইজেরিয়ার ইফেনি চিয়েজিনে মাঠে নেমেছিলেন।

আগামী রবিবার অ্যাডিলেডে মরক্কোর মুখোমুখি হবে কেসির দল দক্ষিণ কোরিয়া।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply