আবারও রাশিয়ার হামলার টার্গেট ইউক্রেনের রাজধানী কিয়েভ। মঙ্গলবার (২৫ জুলাই) রাতভর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এ নিয়ে চলতি মাসে ষষ্ঠবারের মতো শহরটিকে লক্ষ্য বানালো মস্কো। খবর এপির।
তবে গতরাতে চালানো সবকটি হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। কোনো সামরিক বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়নি বলে দাবি তাদের। উল্টে দোনেৎস্কে রুশ বাহিনীকে প্রতিহত করে কিছুটা অগ্রসরের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। পাল্টা হামলা চেষ্টা চালায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় রণতরীতে।
তবে মস্কো জানিয়েছে, দুই দফা হামলাচেষ্টার পর দুটি ড্রোন ভূপাতিত করেছে পুতিন বাহিনী। এদিকে ক্লাস্টার বোমা পাঠানো নিয়ে সমালোচনার মাঝেই ইউক্রেনকে নতুন করে ৪০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে পাঠানো হচ্ছে এ অত্যাধুনিক ন্যানো ড্রোন প্রযুক্তি। এছাড়াও থাকবে প্যাট্রিয়ট, হাইমার্সের মতো যুদ্ধাস্ত্রও।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এএআর/
Leave a reply