মার্কিন ভিসা নিষেধাজ্ঞার পর পদত্যাগের ঘোষণা দিলেন কম্বোডিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হুন সেন (৭০)। জানা গেছে, দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হুন সেনের ছেলে ও দেশটির বর্তমান সেনাপ্রধান হুন মানেত (৪৫)। খবর এপির।
বুধবার (২৬ জুলাই) কম্বোডিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ৩৮ বছর কম্বোডিয়া শাসন করা এ নেতা জানান, আগামী মাসেই ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। কম্বোডিয়ায় বিতর্কিত নির্বাচনের মাধ্যমে কম্বোডিয়ান পিপলস পার্টি-সিপিপি আবারও ক্ষমতায় আসার কয়েকদিন পরই এ সিদ্ধান্তের কথা জানালেন হুন সেন।
এর আগে, সম্প্রতি কম্বোডিয়ায় অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় নির্বাচনের পর দেশটির বেশ কয়েকজন নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানায়, গণতান্ত্রিক পরিস্থিতির অবনতির কারণেই দেশটির এ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৫ সাল থেকেই কম্বোডিয়ার শাসনক্ষমতা নিজের দখলে রেখেছেন সাবেক খেমাররুজ নেতা হুন সেন। গত প্রায় চার দশকে প্রতিদ্বন্দ্বী যেকোনো বিরোধী শক্তি বা বিরোধী দলের বিরুদ্ধেই তিনি ছিলেন খড়গহস্ত। নিষিদ্ধ করেছেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে। অভিযোগ, বিরোধীদের দেশ ছেড়ে পালাতেও বাধ্য করেছেন তিনি।
/এসএইচ
Leave a reply