ভারতের হিমাচলে ফের বন্যা-ভূমিধসের শঙ্কা, ৯ জেলায় জারি জরুরি সতর্কতা

|

ভারী বৃষ্টির প্রভাবে হিমাচলে আকস্মিক বন্যা। ফাইল ছবি।

ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাতের পর আবারও প্রবল বন্যা ও ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে, রাজ্যটির ৯ জেলায় জরুরি সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে জাতীয় আবহাওয়া অধিদফতর। যার অন্যতম শিমলা, সোলান ও মান্ডি। খবর এনডিটিভির।

আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে আগামী ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখবে এই রাজ্যগুলো। চলতি বছরের বর্ষা মৌসুমে শতবছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত দেখেছে হিমাচল প্রদেশ। পুরো বছরের ৭০ শতাংশ বৃষ্টি হয়েছে শুধু জুলাই মাসের প্রথম সপ্তাহেই। সে সময় দিনে ৭৩৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে প্রাণ হারিয়েছেন ১৮৮ জন, আহত হন প্রায় ২০০ বাসিন্দা।

এছাড়া, প্রলয়ঙ্কারী বন্যায় প্রদেশটিতে ক্ষতিগ্রস্ত হয় সাড়ে ৬০০ ঘরবাড়ি ও স্থাপনা। এতে লোকসান হয় ৬ হাজার কোটি রুপির। সেই সাথে রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকায়ও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গুজরাটে রয়েছে ভূমিধসের শঙ্কা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply