মির্জাপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, বরের ভাইসহ নিহত ৩

|

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকাডুবিতে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের রিপন চৌধুরী (৪০), তার চাচাতো ভাই কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার (৮) এবং মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)। নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।

স্থানীয়রা জানান, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে উপজেলার তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার টুটুল চৌধুরীর সঙ্গে বর যাত্রী হয়ে তরফপুর গ্রামে যান তারা। দুপুরের পর বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী নৌকাযোগে স্থানীয় বিল পাড়ি দিয়ে পাকা সড়কে যাচ্ছিলেন। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এতে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যায়। পরে খোঁজাখুজির পর স্থানীয়রা তিনজনের লাশ উদ্ধার করে।

এ নিয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় কোনো ব্যক্তি নিখোঁজ না হওয়ায় সেখানে ডুবুরি পাঠানো হয়নি। পরিবারের লোকজন এরই মধ্যে নিহতদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply