বিএনপি-আ’লীগ সমাবেশ: আজ এড়িয়ে চলবেন যেসব সড়ক

|

রাজধানী ঢাকায় আজ শুক্রবার (২৮ জুলাই) একই সাথে সমাবেশের আয়োজন করেছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি মহাসমাবেশ করবে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ করবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।

এ দুটি সমাবেশের স্থান কাছাকাছি। তবে পাল্টাপাল্টি এ সমাবেশকে ঘিরে রাজধানীর বেশ কিছু সড়কজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। তাই ভোগান্তি এড়াতে আজ বেশ কিছু রুট এড়িয়ে চলতে পারেন।

আজ সারাদিন রাজধানীর যেসব সড়কে থাকবে রাজনৈতিক কর্মসূচি…

১. বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

২. দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

৩. বিকেল ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

৪. বিকেল ৩টায় কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে গণ অধিকার পরিষদ।

৫. বিকেল ৩টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে ১২ দলীয় জোট।

৬. বেলা ১১টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

৭. বিকেল ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি।

৮. বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (ড. রেজা)।

৯. বিকেল ৩টায় কারওয়ানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে সমাবেশ করবে এলডিপি।

১০. সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

১১. বিকেল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের কাছে সমাবেশ করবে লেবার পার্টি।

১২. বিকেল ৩টায় মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন এলাকায় সমাবেশ করবে এনডিএম।

১৩. সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমাবেশ করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

এসব সড়কে আজ দিনব্যাপী ব্যাপক যানজট তৈরির আশঙ্কা রয়েছে। ফলে, জরুরি চলাচলের ক্ষেত্রে এসব রুট আজ এড়িয়ে চলাই ভালো।

প্রসঙ্গত, ২৩ শর্তে আগামীকাল শুক্রবার বিএনপিকে নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অস্থায়ী মঞ্চ বানাতে বৃহস্পতিবার মধ্যরাতের আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয় ১০টি ট্রাক। সাথে সাথে চলে পোস্টার-ব্যানার সাঁটানো আর মাইক লাগানোর কাজ। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মহাসমাবেশ সফল করতে মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠনও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply