আরও ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, শুধু জুলাইয়েই প্রাণ গেছে ১৮২ জনের

|

দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। এ বছরের শুধু জুলাই মাসেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৮২ জনের। সরকারি হিসাবে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ২৭২ জনেরও বেশি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক এলাকাতেই একই পরিবারের সব সদস্যের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। কে কার সেবা করবে তাই নিয়ে অনেক পরিবারেই অসহায় অবস্থা। হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে শয্যা সংকট। তারপরও কোনো রোগীকে ফিরিয়ে দেয়া হচ্ছে না। মেঝেতে কিংবা বারান্দায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের।

এদিকে, মুগদা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেখানে এখন চিকিৎসা নিচ্ছেন ৬১০ জন। অন্যদিকে ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তি প্রায় ৩৫০ জন ডেঙ্গু রোগী।

এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৪২ হাজার ৭০২ জন ডেঙ্গু আক্রান্ত হন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৪ জনই রাজধানীতে। অবশ্য প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসময় সুস্থ্য হয়ে বাড়ি গেছেন ৩৪ হাজার। এ বছর যারা মারা গেছেন তাদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ৩৫ এর মধ্যে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply