রুয়েটে প্রদর্শিত হলো ‘অপর পৃষ্ঠা’

|

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কয়েকজন শিক্ষার্থী মিলে ‘অপর পৃষ্ঠা’ নামে একটি ওয়েবফিল্ম নির্মাণ করেছেন। যা সম্প্রতি রুয়েট ক্যাফেটেরিয়ায় প্রদর্শন করা হয়।

এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ রাজশাহী শহরের নানা শ্রেণি-পেশার মানুষ। প্রদর্শনী শেষে সবার মধ্যেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ পায়।

এই ওয়েবফিল্মের পরিচালক ফয়সাল মালিক রচি জানিয়েছেন, রুয়েটের ছাত্র হিসেবে পড়াশোনার ফাঁকে সময় বের করে এই ধরনের কাজ করা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই ফিল্মের ব্যাপারে আগ্রহী। তারা ভালো মানের কাজ করে দেখাতে চান, তবে উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে কাজ করতে পারেন না। মানসম্মত কন্টেন্ট নির্মাণে যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসে, তাহলে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply