বিচারবিভাগ সংস্কারের প্রতিবাদে ইসরায়েলে শনিবার (২৯ জুলাই) আবারও উত্তাল হয়ে ওঠে রাজপথ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপপ্রয়োগ অব্যাহত রাখতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। খবর আল জাজিরার।
নেতানিয়াহু প্রশাসনের সংস্কার বিলের বিরুদ্ধে এ নিয়ে টানা ৩০তম সপ্তাহে গড়ালো বিক্ষোভ। এ দিন দেশটির রাজধানীর কাপলান স্কয়ারকে ঘিরে জড়ো হয় হাজার হাজার মানুষ। বিচারবিভাগের ক্ষমতা কমানোর তীব্র প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। বিক্ষোভ ছড়ায় তেল আবিবের বাইরেও।
গত সোমবার ইসরায়েলের পার্লামেন্টে বিতর্কিত বিলটি পাসের পক্ষে ভোট দেয় সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা। বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা প্রস্তাব পাসে অধিবেশন বর্জন করে বিরোধীরা।
গত ৭ মাস ধরে কট্টর ডানপন্থী সরকারের এই প্রস্তাব ঠেকাতে নিয়মিত আন্দোলন করছেন ইসরায়েলিরা। তাদের দাবি, এই আইনের কারণে সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস ও পার্লামেন্টের এখতিয়ার বাড়বে। এর ফলে ধ্বংস হবে দেশের গণতন্ত্র ও বাক স্বাধীনতা।
এসজেড/
Leave a reply