নির্বাচন ঘিরে সহিংসতা করতে চাইলে তা প্রতিরোধ করার সক্ষমতা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর; এ কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে ইলেকশন মনিটরিং ফোরাম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সাথে বৈঠক শেষে এ কথা জানালেন তিনি। আরও জানান, যারা সহিংসতা করেছে, বাসে আগুন দিয়েছে, এদের অনেককে আটক করা হয়েছে। গ্রেফতারের সংখ্যা ৭০০ এর বেশি।
আসাদুজ্জামান খান বলেন, নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো দায়িত্বে থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী সে সময় নির্বাচন কমিশনের অধীনে থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ লাখ সদস্য রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বাহিনী প্রস্তুত আছে।
এ সময় মার্কিন পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
/এমএন
Leave a reply