টাইগারদের ফিটনেস পরীক্ষার সময় জানালো বিসিবি

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের জন্য আগামীকাল থেকে শুরু হচ্ছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। ৩২ জন ক্রিকেটার নিয়ে শুরু হওয়া ক্যাম্পে থাকছে ইয়ো ইয়ো টেস্টও। এরপর ২১-২২ জনের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৩০ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসব কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

ক্যাম্প শুরুর আগে এর আগে এশিয়া কাপের দল ও প্রস্তুতি নিয়ে আলোচনায় বসেছিলেন বিসিবির তিন নির্বাচক। নান্নু ছাড়াও বৈঠকে ছিলেন সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। এরপরই বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নান্নু।

তিনি বলেন, আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাইছি, খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল (অনুশীলন) শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য।

জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়েই সংশয় আছে। প্রশ্ন আছে তাদের ফিটনেস নিয়েও। ইয়ো ইয়ো টেস্টে কি বাদ পড়তে পারেন কেউ?

নান্নু আরও বলেন, স্টান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেক দিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাইছি, কেমন আছে।

চিকিৎসার কারণে যুক্তরাজ্যে আছেন তামিম ইকবাল। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব-লিটনের পর আজ বিকেলে যাচ্ছেন আফিফ হোসেনও। ফিটনেস ক্যাম্পে তাদের অনুপস্থিতি নিয়েও কথা বলেন প্রধান নির্বাচক।

নান্নু বলেন, মেডিকেল থেকে আমরা এখনো কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি, একটা রিপোর্ট পাব। আশা করছি, অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি। পারফরমেন্সের জন্যই খেলোয়াড়দের কদর বাড়ে। পারফরমেন্স ভালো হচ্ছে বলেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়রা ডাক পায়।  বিপিএলে আরও পারফর্ম করে আমাদের খেলোয়াড়রা আরও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে।

বাংলাদেশ ক্রিকেটে দল নির্বাচনে নির্বাচক প্যানেলের ভূমিকা কতটুকু এই প্রশ্ন বহু পুরোনো। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। দল নির্বাচনের বিষয়টি তাই খুব স্বাভাবিকভাবে সামনে চলে আসছে। ক্যাম্পের মাঝে এশিয়া কাপের জন্য ২১-২২ জনের দল ঘোষনা করবে বোর্ড। সেই দল নির্বাচনে নির্বাচকদের ভূমিকা নিয়ে কথা বললেন নান্নু।

তিনি বলেন, এটা দলীয়ভাবে সব কিছু করা হয়, এটা একটা টিম গেইম। আমরা যারা আছি সবাই আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেই। ক্রিকেট পরিচালনা প্রধানের সঙ্গেও আলাপ হয়। অধিনায়ক, কোচ এদের সবার সঙ্গেই আলোচনা হয়। দলীয়ভাবে আমরা কাজ করি। একা কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply