‘পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনকে নির্দেশ’

|

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বিষয়টি মাথায় রেখে মাঠ প্রশাসনকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (৩০ জুন) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, রাতারাতি কাউকে ডিসি করা যায় না। নানা পরীক্ষা ও যাচাইবাছাই করে ফিট লিস্ট অনুযায়ী মাঠ প্রশাসনে নিয়োগ দেয়া হয়। ‘রাইট ম্যান, রাইট প্লেস’ এই নীতি অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। মন্ত্রীদের পিএসদের ডিসি নিয়োগ দেয়া হলেও যোগ্যতার ভিত্তিতেই তাদের নিয়োগ দেয়া হয়েছে।

ফরহাদ হোসেন আরও বলেন, নির্বাচন পরিচালনা করবে ইসি। সে সময় তাদের সহযোগিতা করবে প্রশাসন। স্মার্ট বাংলাদেশ হলে সত্যায়িত করার প্রক্রিয়া উঠে যাবে। এর আগে এই প্রক্রিয়া সহজ করা হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply