ফুটপাতের ওপর মোটরসাইকেল, প্রতিবাদ করায় কিল-ঘুসিতে নিহত যুবক

|

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর কাস্টমঘাট এলাকায় একদল যুবকের কিল ঘুসির আঘাতে বাবুল হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাবুল হাওলাদার, নগরীর কাস্টম ঘাট এলাকার এনবিআই নামক ইট সরবরাহকারী প্রতিষ্ঠানের সর্দার ছিলেন।

এলাকাবাসী জানায়, সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় কাস্টম ঘাট এলাকায় ফুটপাত দিয়ে একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক যাওয়ার সময় পথচারী বাবুলের সাথে ধাক্কা লাগে। ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেলে চলাচল করায় বাবুল প্রতিবাদ করলে মোটরসাইকেল আরোহী তিন যুবক তাকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মারে।
এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পথচারীরা প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তবে হামলাকারীদের এখনও আটক করা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, হামলাকারী তিন যুবক ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply