অং সান সু চি’র ৬ বছরের সাজা মওকুফ, অব্যাহতি ৫ মামলা থেকে

|

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’কে পাঁচটি মামলা থেকে অব্যাহতি দিলো মিয়ানমার জান্তা। সু চি’র বিরুদ্ধে আনা ১৯টি মামলার মধ্যে ৫টি থেকে রেহায় দেয়া হয়েছে তাকে। এতে মোট ৩৩ বছরের সাজার মধ্যে ৬ বছরের কারাদণ্ড থেকে রেহাই পেলেন তিনি। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১ আগস্ট) এমনটা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গত সপ্তাহেই কারাগার থেকে গৃহবন্দিত্বে ফেরত নেয়া হয় শান্তিতে নোবেলজয়ী এই নেত্রীকে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসার পর সু চি’র বিরুদ্ধে দুর্নীতি-আইন লঙ্ঘন-রাষ্ট্রদ্রোহীতার মতো অভিযোগ আনে জান্তা। সেসব মামলায় মোট ৩৩ বছরের কারাদণ্ড শোনান সামরিক আদালত।

একইদিনে, দেশটির উৎখাতকৃত প্রেসিডেন্ট উইন্ত মিন্তকেও দুটি মামলা থেকে রেহাই দেয় সেনা শাসক। তাতে মোট সাজা থেকে ৪ বছর কমলো শাস্তির মেয়াদ। বর্তমানে তিনি নেইপিদো’র কারাগারে বন্দি রয়েছেন। তাদের বিচার প্রক্রিয়া নিন্দা-সমালোচনায় মুখর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply