জাতীয় পার্টিকে দাবিয়ে রাখায় বিকল্প শক্তি গড়ে ওঠেনি: জিএম কাদের

|

ছবি: জিএম কাদের । ফাইল ফটো

মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প চায়। কিন্তু জাতীয় পার্টিকে আওয়ামী লীগ দাবিয়ে রাখায় আজও বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠতে পারেনি, এমন অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে মহানগর উত্তরের বিশেষ সভায় তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে যখন সরকার মনে করছে নির্বাচন কিছুটা নিরপেক্ষ করতে হবে, তখন তাই হচ্ছে। যখন মনে করছে সরকারকে হেরে যেতে হবে, সেখানে হেরে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের ইচ্ছার বাইরে নির্বাচনের ফলাফল হচ্ছে না। আদর্শের দিক থেকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য থাকলেও শাসন পদ্ধতির মধ্যে মিল পাওয়া যায়। তাই এবার নির্বাচনে জাতীয় পাটি কারো সাথে জোট করবে না বলেও জানান তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply