বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সদস্য সংগ্রহ করে দেয়ার কথা বলে বাড়ি ডেকে নিয়ে এক এনজিও কর্মীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নিজে।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। ধর্ষককে আটকের জন্য অভিযান শুরু করেছে স্থানীয় থানা পুলিশ।
স্থানীয় সূত্রের বরাতে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু এ প্রসঙ্গে জানান, মঙ্গলবার বিকেলে সদস্য সংগ্রহ করে দেয়ার কথা বলে ওই এনজিওকর্মীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে বেনেগাতি গ্রামের জিহাদ শেখ (৩৬)।
এ প্রসঙ্গে বাগেরহাট মডেল থানার ওসি আজিজুর ইসলাম জানান, এক এনজিওকর্মীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামি আটকে এরইমধ্যে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম। শারীরীক পরীক্ষার জন্য ভিকটিমকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো
হয়েছে বলেও জানান তিনি।
/এসএইচ
Leave a reply