লিটনের ফিফটিতে জয় পেলো সারে

|

লিটনের ফিফটি দলকে জয়ের পথ দেখিয়েছে। ছবি: টুইটার

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটনের ৪৫ বলে ৫৯ রানের ইনিংসে ব্রাম্পটন উলভসকে ৬ উইকেটে হারিয়েছে সারে জাগুয়ার্স। এই ইনিংসে ৩টি করে ছক্কা ও চার মারেন তিনি।

মঙ্গলবার (১ আগস্ট) শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১২৮ রান করে ব্রাম্পটন। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন কলিন ডি গ্রান্ডহোম। এই কিউই ব্যাটারের ব্যাট থেকে আসে ৩৪ রান। সারের হয়ে ২টি করে উইকেট পান আম্মার খালিদ, ম্যাথিও ফোর্দে ও আয়ান খান।

রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় পায় সারে। ১৪ রানে প্রথম উইকেট হারালে তিন নম্বরে ব্যাট করতে নামেন লিটন দাস। এরপর মোহাম্মদ হারিস ও পরগাত সিং দ্রুত আউট হলে ইফতিখার আহমেদের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন বাংলাদেশের এ উইকেটরক্ষক। অর্ধশতক পূর্ণ করা লিটন শেষ পর্যন্ত থামেন ৫৯ রানে। ইফতিখার অপরাজিত থাকেন ৪১ বলে ৩৮ রান করে। ম্যাচসেরা হন লিটন দাস।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আগের তিন ম্যাচে লিটন দাসের রান ছিল— ৯, ২১ ও ২৫। এদিন খোলস ছেড়ে নিজের সর্বোচ্চ ইনিংসটিই খেলেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply