রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়ে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ আগস্ট) সাড়ে তিনটার দিকে সমাবেশে যোগ দিয়েই এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে এই সমাবেশে নতুন প্রতিশ্রুতির ঘোষণাও আসতে পারে বলে আশা করছে স্থানীয়রা।
উদ্বোধন করা প্রকল্পের মধ্যে রয়েছে ৪১৭ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু নভো থিয়েটার, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়, রংপুর জেলার বিট্যাক সেন্টার, রংপুর মেডিকেল কলেজের মহিলা হোস্টেল, শেখ রাসেল মিডিয়া সেন্টার, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, রংপুর সিটি সেন্ট্রাল বাস টার্মিনাল, রংপুর সিটি অ্যাসফল্ট প্ল্যান্ট ও স্টোর ইয়ার্ড। রয়েছে রংপুর মেডিকেল কলেজ বহুমুখী ভবন নির্মাণসহ বেশ কয়েকটি নদী পুনঃখননের কাজ।
এর আগে, এদিন দুপুর সোয়া একটার দিকে রংপুরে পৌঁছেন আওয়ামী লীগ সভাপতি। তার আগে কানায় কানায় পূর্ণ হয় রংপুর জিলা স্কুল মাঠ। বেলা সোয়া ১২টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিভাগীয় মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জিলা স্কুলের মাঠ ছাড়িয়ে প্রধান সড়কের দুই দিকে অবস্থান নিয়েছেন উত্তর জনপদের আওয়ামী লীগ নেতাকর্মীরা। নানা রঙের পোশাক আর বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। সমাবেশস্থলে তৈরি করা হয়েছে নৌকার আদলে মঞ্চ, যেখানে দাঁড়িয়ে রংপুরের মানুষের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা।
মহাসমাবেশস্থলে প্রবেশে নগরীর পুলিশ সুপার কার্যালয়ের সামনে করা হয়েছে প্রধান আর্থওয়ে গেট। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। বাস, মাইক্রোবাস, কার, অটো মোটরসাইকেল ছাড়াও ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মানুষ যাতায়াতের জন্য।
/এমএন
Leave a reply