আওয়ামী লীগ নয়, বিএনপির প্রিয় তত্ত্বাবধায়ক সরকারের দেয়া মামলায় তারেক রহমানকে শাস্তি দিয়েছে আদালত। বিএনপি ক্ষমতায় থাকতে লুটপাট করেছে, আর ক্ষমতার বাইরে থেকে জ্বালাও-পোড়াও করে দেশকে ধ্বংস করার চেষ্টা করছে।
বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে, তা অব্যাহত রাখতে এ সময় নৌকা মার্কায় ভোট চান তিনি। বললেন, নৌকায় ভোট দিয়ে আবারও দেশ সেবার সুযোগ দিবেন, সেটাই চাই। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে বাবার মতো নিজের জীবন দিতে প্রস্তুত আছি।
আরও পড়ুন: তারেকের ৯ ও জোবায়দার ৩ বছরের কারাদণ্ড
সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখন রংপুরে আর মঙ্গা হয়নি, দুর্ভিক্ষ হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় আসলে দেশে মঙ্গা দেখা দেয়, লুটপাট হয়। গত সাড়ে ১৪ বছরে সরকার সকল ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে সারের দাবিতে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে কৃষকের ঘরে সার পৌঁছে দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। রংপুরেও খালি হাতে আসিনি। ২৭ উন্নয়ন প্রকল্প উপহার হিসেবে নিয়ে এসেছি। রংপুরের মানুষের উন্নয়ন যাতে ত্বরান্বিত হয়, সে ব্যবস্থা করেছে সরকার।
প্রত্যেক এলাকায় আওয়ামী লীগ উন্নয়নের জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মাথাপিছু আয় বেড়েছে। দারিদ্রের হার কমেছে। আমাদের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, উন্নয়ন করা। ভবিষ্যতে রংপুরে আর কখনোই দুর্ভিক্ষ দেখা দেবে না। সরকার সে ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশে আর কোনো মানুষ ভূমিহীন থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় কোনো মানুষ আর ঠিকানাহীন থাকবে না।
আরও পড়ুন: পলাতক তারেক-জোবায়দাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী আছে, যারা সবসময় দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আওয়ামী লীগ মানুষের উন্নয়ন করে। দেশের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নয়ন হবে সেটাই সরকারের লক্ষ্য। বিএনপি ক্ষমতায় থাকতে লুটপাট করেছে। আর ক্ষমতার বাইরে থেকে জ্বালাও-পোড়াও করে ধ্বংস করে দিয়েছে। তারা দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ সৃষ্টি করে। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। বাকি যারা ক্ষমতায় ছিল, তারা কোনো কাজ করেনি।
/এমএন
Leave a reply